Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শূন্যপথে

পথ চলি একা একা
কোথাও দেখি সুন্দর আলোকিত উজ্জ্বল মরীচিকা;
মাঝে মাঝে দেখি খানাখন্দ; দুর্গম প্রস্তর
মাঝে মাঝে দেখি তৈলাক্ত মসৃণ সড়ক
মাঝে মাঝে দেখি অপমানের সুন্দর মোড়ক। 

 

আমি বিনোদন বিমুখ অসুখ
আমি যেন সত্যের দর্শক
এখন এই নতুন পৃথিবীর গায়ে নতুন আকাশ
আঁকার স্বপ্ন দেখা বারণ,
নিদারুণ প্রকাশের বাতাসে দেখি উলঙ্গ মহারণ। 

 

এখন আমার বিদ্রূপ আঁকা ছবি নক্ষত্রের প্রত্যায়িত বলয় দেখে। 
মহা সঞ্চারের অষ্টধাতুতে মোড়া নবজাগরণের আছি অপেক্ষায়,
পৃথিবীর শেষ প্রান্তে পড়ে থাকা মরীচিকার সাথে দেখা করার আছি অপেক্ষায়। 

 

মেঘ-গ্রহের অর্থনীতি; চাঁড়াল মেঘের দুর্নীতি;
দেয়নি এনে সভ্য মনোবৃত্তি
উদীয়মান পথিকের বেশ ধরে স্বতন্ত্র মরীচিকা দাঁড়ায়ে,
রাক্ষসে দাবানল রয়েছে হাত বাড়ায়ে। 
ছুটে ছুটে যাবে তারা; পাবেনা যে কোনো কিছু
আমিত্বের বহু বাদে বসে আছে তারা সব; করে মাথা উঁচু।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ