নীল সবুজের মেলা
সব ভুলিয়া মন খুলিয়া
হাঁটি খালি পায়ে
শঙ্খনদী রোজ পাড়ি দেই
ছোট খেয়া নায়ে।
মাঠের বুকে মনের সুখে
অবাধ ঘুরাঘুরি
নীল আকাশে চেয়ে দেখি
পাখির উড়াউড়ি।
মাথার উপর মিষ্টি দুপুর
ঝিলিমিলি হাসে
শালিক টিয়ের মধুর কণ্ঠ
বাতাসেতে ভাসে।
রূপকুমারি হলুদ শর্ষে
মৌমাছিদের খেলা
গাঁয়ের শেষে ঐ দিগন্তে
নীল সবুজের মেলা।