ফিরে এলো মুজিব
দীর্ঘ ন'মাস বন্দি জীবন
পাকিস্তানের রোষানলে
মৃত্যু ভয়ে যায়নি দমে
সদাই দেশের কথা বলে।
তাঁর প্রেরণায় বাঙালিরা
যুদ্ধে যেতে ঐক্য গড়ে
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
দেশমাতৃকার পক্ষে লড়ে।
সোনার দেশে ফিরল মুজিব
জানুয়ারির দশ তারিখে
অভিবাদন জানায় জাতি
ভালোবাসার কাব্য লিখে।
মুগ্ধ মুজিব ঘোষণা দেয়
গড়বে এদেশ নতুন করে
এগিয়ে যাবে বীরের বেশে
রবে না আর পেছনে পড়ে।