ক্ষণিকা রাজীব চৌধুরী প্রকাশ: ৬ জানুয়ারী ২০২২, ০৩:৪৮ পিএম যাকে পাওয়া যাবে না কখনো ভুলগুলো শুধরনো যাবে আর কি করে! যাকে পেয়েও হারিয়েছি ক্ষণিকের, সবকিছুই কি ঠিকঠাক ছিলো ! একটি সঠিক ফুল আলোড়িত অভিমান, শবের উপর একটি ভুলভাল পথ, আজীবনের, অনুশোচনার ভালবাসা ভিজে গলি, অস্তিত্বের পথটি শুকনো। Share