Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংকাশ

চোখ বন্ধ করে কানামাছি খেলতে খেলতে
যাকে ছুঁয়ে ফেলেছি, তার নাম লালিত-বিষাদ
কালো কাপড়, কতো জন্মের অন্ধকার
বাকল ছাড়ানো মৃত্যু, আস্তিনের ভিতর
চুম্বক শলাকার মতো শায়িত জীবন। 

 

এ জন্মবাহিত এতো ঢেউ, পালকে লেখা নাম
উড়তে উড়তে, উড়তে উড়তে যেন কোনো লক্ষ্যে
অথবা উপলক্ষহীনতায় শুধু একটি
অন্ত বিন্দুকে ছুঁতে চায়, অনন্তের প্রেম।

 

কিন্তু ধুলো ঝেড়ে ঝেড়ে, ধুলো ঝেড়ে ঝেড়ে
ধুলোবাসরে, ছুৎমার্গ যায় না তার
আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া জল, নিস্তেজ
পদ্মপাতায় মুক্তোর মতো, পড়ে থাকে বিনীদ্র শরীর। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ