Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন স্বপ্ন

একটা স্বপ্ন চাই, যে স্বপ্ন বাঁধার
বিন্ধ্যাচল অতিক্রম করে সিন্ধু সেচে মুক্তা আনে।
যে স্বপ্ন নির্ভরতায় ডানা মেলে উড়তে পারে শুভ্রাকাশে।
যে স্বপ্ন হেমন্তের সোনা রোদ মাখে নির্ভীক যোদ্ধার মতো।

 

যে স্বপ্ন ব্যর্থতার স্তূপে গোলাপ ফোটাই। 
যে স্বপ্ন আঁধারের বুক চিরে আলপনা আঁকে। 
একটা স্বপ্ন চাই, যে স্বপ্ন দুখের পসরা সাজায় কালো মেঘের আড়ালে।
যে স্বপ্ন চেতনার হৃদপিণ্ডে আঁকে লাল স্বাক্ষর, 
সবুজের বুকে লুটোপুটি খাই মৃত্তিকার অহংকার।

 
যে স্বপ্ন যোনি ছেড়া রক্তে আঁকে না মানচিত্র। 
যে স্বপ্ন পাহাড়ের উঁচু চুড়ায় উড়াতে পারে গৌরবের পতাকা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ