আসছে নতুন বছর
যাচ্ছে ছেড়ে একটি বছর
নানান স্মৃতি মনে
স্মৃতির পাতার অক্ষর গুলো
কাঁদছে ঘরের কোণে।
ধলা কালা মিলেমিশে
বছর ছিল ভালো,
বছর জুড়ে ফুল ফসলে
ফুটছে মুখে আলো।
দু'দিন বাদেই এই পৃথিবী
নব আলোয় হাসবে
জনমনে সুখের দোলা
মহানন্দে নাচবে।
কিচিরমিচির ডাকবে পাখি
গাইবে সুখের গীতি
ভুলে যাবে হৃদয় হতে
বেদনাদায়ক স্মৃতি।
মধুর মত মিষ্টি হবে
এই জগতের হাওয়া
সকল ভালোর ভালো হবে
এটাই সবার চাওয়া।