শীত এলো
রূপের বাহার হলুদ গাঁদার
কিচিরমিচির পাখির মেলা,
গমের পাতায় , দূর্বাঘাসে
শিশির খেলে সকাল বেলা।
মৌমাছিরা গুনগুনিয়ে
ছুটে চলে সরিষা ফুলে,
টাটকা টাটকা শাকসবজি
মাঠে- ঘাটে নদীর কুলে।
হিম শীতল ঠাণ্ডা ভাপা
দুধ-পুলি, রসের পিঠা,
পাটিসাপটা, চিতই,পায়েস
খেতে লাগে বড্ড মিঠা।
পুকুর,নদীর জলের উপর
কুয়াশা দেখায় ধোঁয়া ধোঁয়া,
স্বাদ এনে দেয় জিহ্বাতে
নতুন গুড়ের মুড়কি মোয়া।
ঘরছাড়া ঐ মানুষ গুলোর
গায়ে থাকেনা কোনো চাদর,
গরম রোদে খুঁজে বেড়ায়
প্রশান্তির উষ্ণ আদর।
লজ্জায় আর অভিমানে
সূর্য-মামা লুকায় মুখ,
মিষ্টি রোদের পরশ দিয়ে
ভুলিয়ে দেই তাদের দুখ।
হাজার মাইল পথ পেরিয়ে
আসে দেশে কুটুম পাখি,
নিরাপদ আর বাসযোগ্য
অভয় অরণ্য করে রাখি।