মুক্তিযুদ্ধের গল্প
বাবার মুখে শুনেছিলাম
মুক্তি যুদ্ধের গল্প
সবিস্তারেই বলেছিলেন
মনে আছে অল্প।
পাকিস্তানি সৈন্য আসে
নদীতে লঞ্চ নিয়ে
হুড়মুড়িয়ে পালায় সবে
হানাদারের ভয়ে।
একটু পরে দেখে সবাই
ঐতো পাশের গাঁয়
ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়ে
তারা ফিরে যায়।
ক্ষণিক পরে দেখতে গিয়ে
সবাই হতবাক
খুন হত্যা জ্বেলে পুড়ে
লাগিয়ে গেছে তাক।
এমন করে সারা দেশে
শত্রু হানাদার
খুন ধর্ষণ জ্বেলে পুড়ে
করে যায় ছারখার।
এসব দেখে দেশের মানুষ
গর্জে উঠে সব
যুদ্ধ করে ছিনিয়ে আনে
স্বাধীনতার গৌরব।