Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীন হল দেশ

স্বৈরচারীর কালো থাবায়
অচল ছিল দেশ
হাসি খুশির বিন্দুমাত্র
ছিলনা যে রেশ।

 

কথায় কথায় বুলেট চলে
ভয়ভীতি আর জেল
সুখে ছিল ঐ দোসররা মারতো যারা তেল।

 

অবশেষে যুদ্ধ হল 
ছুড়লো মর্টার শেল
তবু ওরা হটলো পিছু
করল শেষে ফেল।

 

স্বাধীন হল সোনার বাংলা
স্বাধীন হল দেশ
সুখে-দুখে মিলেমিশে
আছি সবে বেশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ