Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এই-ই তো জীবন 

চৌরাস্তায় শ্রম বিক্রির হাট-
অনেকের মাঝে দাঁড়িয়ে আছে মর্জিনার বাপ,
বয়সের ভারে ন্যুব্জ শামসু যেন অচল পয়সা,
ডানে বামে সব বিক্রি হয়, তাকিয়ে থাকে হতাশায়। 

 

উনুনে দুইদিন হাঁড়ি চড়ে না মর্জিনার মায়ের-
ধার করা চাল ফুরিয়ে গেছে গতকাল,
বাধ্য হয়ে পাশের বাড়ি চলে গেছে পোষা বিড়াল,
ছেঁড়া আঁচলে বারবার মুছে ছানি পড়া চোখের জল। 

 

চৌধুরী বাড়ির নিত্য উৎসবের ঘ্রাণ-
দূরে দাঁড়িয়ে অর্ধ ভোজন হয় ক্ষুধার্ত মর্জিনার,
ইচ্ছে করে কুকুর বেড়ালের টানাটানি করা হাড্ডির শরিক হতে, 
প্রতিটি নিশ্বাস হয়ে উঠে দীর্ঘশ্বাস, বেঁচে থাকার নাভিশ্বাস!

 

আহ! এই-ই তো জীবন! 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ