ভাই বোন
শেখ মুজিব, ডাক দিয়েছেন
ইন্দিরা গান্ধী, দিয়েছেন সাড়া
একাত্তুরের মুক্তিযুদ্ধে, তিরিশ লক্ষ
বাঙালির রক্তে, মা বোনের সম্ভ্রমে
বাঙালি জাতি, দিশেহারা।
বাংলার মাটি কাঁদছে, বাংলার জল কাঁদছে,
বাংলার আকাশ কাঁদছে
প্রাণপণ লড়াই, মুক্তিযোদ্ধারা
দেশ স্বাধীন করবে, মাটি হাসবে
জল হাসবে, আকাশ হাসবে
স্বাধীন বাংলা, স্বপ্নে, দিচ্ছে তাড়া।
এই স্বর্গের বাস্তব রূপায়ণে
দেশে দেশে, শান্তি, মুক্তির বীজবপনে
এক আকাশে মুক্তিদাতা, যেন দুটি তারা
বঙ্গবন্ধু, ডাক দিয়েছেন
ভারতমাতা, দিয়েছেন সাড়া।