আহ্! বৃষ্টি
একটু খানি বৃষ্টি হলে
ঢাকা ডুবে জলে
এই শহরের মানুষগুলো
লেংটি মাইরা চলে।
লুঙ্গি থাকলে লেংটি মারে
তারা পড়ে প্যান্ট
বাসায় এসে বউয়ের সাথে
করে রে ঘ্যানঘ্যান।
চিকনচাকন রাস্তা দিয়ে
হাঁটতে লাগে ডর
বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে
গায়ে উঠে জ্বর!
জ্বর আসলেই মাথা ব্যথা
কেউবা করে কান্না
অভিমানী বউ কে বলি
খিচুড়ি হোক রান্না।