বিজয়ের হাসি
বিজয় এলো বাংলাদেশে
নয়টি মাসের যুদ্ধ শেষে
হাসলো বীর বাঙালি,
রক্তরাঙা সূর্য ওঠে
গোলাপ জবা বেলি ফোটে
দেয় সকলে তালি।
তিরিশ লক্ষ প্রাণের দামে
লাল-সবুজের বিরাট খামে
আসলো স্বাধীন চিঠি,
আকাশ ভরা তারার মেলা
মিষ্টি-মধুর চাঁদের ভেলা
হাসলো মিটিমিটি।