Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুধ-কুয়াশা 

শীতের ছোঁয়ায় মেঘ লুকালো
দূর আকাশের নীলে,
প্রকৃতির সাজ দুধ-কুয়াশা
হিম বাতাসে মিলে।

সোনার রবির হীরে-আলোয়
শিশিরবিন্দু হাসে,
রোদ পোহাতে পূব-দুয়ারে
দাদা নাতির পাশে।

ভাঁপাপুলি পাটিসাপটা
আরো কত পিঠা,
নিত্য নূতন হয় আয়োজন
উৎসবে মুখ মিঠা।

খেজুররসে ভাজা মুড়ি
খেতে মজা রাতে,
লেপ কাঁথা হয় ঘুমের মিতা
খোয়াব সরব সাথে।

শীতে মজা খাওয়াপরা
শয্যা মধুর প্রাতে,
পাখপাখালির গানের সুরে
ফুলে'রা সব মাতে।

শীতের তরে মৌলিক অভাব
বাড়ে সমাজ খাতে,
দীনের দানে হাত বাড়ালে
স্রষ্টা খুশী তাতে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ