Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিন

দিন চলে যায়, দিন ফুরিয়ে আসে
তেমন কোনো নতুন দিন তো আসে না
ফেলে আসা মাটি পেছন পানে টানে
বলে, এসো, বুকে জড়িয়ে কাঁদো
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো একবার
দেখবে শীতল হবে
জেগে উঠে, দেখবে নতুন দেশ পাবে
নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন মানুষ। 

 

পেটে চাগাড় দিয়ে ওঠা খিদেতো মেটে না
কাঁটার স্বর্গে, শরীর ছিঁড়ে ছিঁড়ে যায়
ব্যথায় ডুকরে উঠি
দিন চলে যায়, দিন ফুরিয়ে আসে
মৃত্যু জড়িয়ে নিয়ে অঘোর, ঘুমোয় বাতাসে
তোমাকে বড় মনে পড়ে, হে আমার মাতৃগর্ভ
হে আমার মাটি, নাড়ি ছেঁড়া হৃৎস্পন্দন। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ