শীত লেগেছে আহমাদ কাউসার প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১১:২২ এএম শীত লেগেছে খেজুর রসে চিতই ভাপা পিঠায় শীত লেগেছে চিড়া খইয়ে আখের গুড়ের মিঠায়। শীত লেগেছে উলের জামায় আরাম লাগা ওমে শীত লেগেছে কাঁথার নিচে তৃপ্তিহীনা ঘুমে। শীত লেগেছে গায়ে গায়ে নিত্য ঢেকে রাখি শীত লেগেছে হাওর বিলে আসে নতুন পাখি। Share