শিশির ভেজা ঘাসে
রাতের আকাশ তারায় ভরা
ভোরে রবি আসে,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তো দানা হাসে।
হালকা শীতের পরশ লাগে
ঠাণ্ডা হাওয়া বহে,
সোনার ফসল ঘরে তুলতে
কতো কষ্ট সহে।
নতুন ধানের পিঠা উৎসব
চলে সবার ঘরে,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
মন আনন্দে ভরে।
বনে বনে গাছের ডালে
পাখির বসে মেলা,
দলবেঁধে তাই ছেলেমেয়ে
মাঠে করে খেলা।
প্রাণ জুড়ানো গ্রামের দৃশ্য
দেখতে ভালো লাগে,
ডালের সাথে চালতা আচার
চাই যে পাতে আগে।