Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সরল মানুষ

আমি একজন সরল মানুষ
সোজা পথে চলি,
টুকিটাকি বিষয় নিয়ে
হাল্কা কথা বলি।

মুখে যদি নাও বলি
কলম আমার আছে।
লিখে যাবো পাতায় পাতায়
কেও কি বা আর বাঁচে?

অন্যায় আমার সহ্য হয় না
ন্যায়ের কথা বলি!
দুশমনিতে এসো না ভাই
পায়ে ধরে বলি।

মানুষ নিয়ে চলি আমি
নাইকো ধর্ম – জাত,
যেখানেই যাই সেখানেই মোর
কাটে যে, দিন-রাত।

আমি একজন সরল মানুষ
দেখতে সাদাসিধে,
গরীব নিয়ে চলিতে চাই
মিঠাইতে চাই খিদে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ