ভোট দেব
ভোট এসেছে ভোট এসেছে
দেব এবার ভোট
যোগ্য লোকের পক্ষ নেব
বাঁধব ঐক্য জোট।
পরের উপকার করেন যিনি
করেন ভালো কাজ
তাঁকে সবাই দেব ভোট
ঐক্য বেঁধে আজ।
ভোট মৌসুমে আসেন যিনি
কেউ ই চায়না তাঁকে
আমার ভোট আমি দেব
ভালো লাগে যাকে।
যোগ্য নেতার সঠিক কাজ
করবে দেশের ভালো
তাঁর ছোঁয়া লাগলে গাঁয়ে
জ্বলবে দেশে আলো।
ভোট এসেছে ভোট এসেছে
দেব এবার ভোট
যোগ্য লোকের পক্ষ নেব
বাঁধবে ঐক্য জোট।