বিজয়ের পদাবলি
বিজয় মানে রক্ত-চোখের
লাল গুঁড়িয়ে জ্বলা,
গুলির মুখে রক্ত ঢেলেও
হক কথাটি বলা।
বিজয় মানে শোষণ-ত্রাসন
দু'পায় মেড়ে চলা,
স্বৈরী-গলায় জুতার মালা
দু'কান ধরে মলা।
বিজয় মানে শত্রুশক্তি
ঘায়েল করার গান,
আপন তেজে জ্বলে ওঠা
দেশমাতারই মান।
বিজয় মানে মুক্তিকামীর
অভ্রভেদী শির,
প্রিয়ার দেহে পিশাচ-থাবায়
জন্ম নেয়া বীর।
বিজয় মানে জালিম-বুকে
মজলুমেরই বাণ,
বৈষম্যের বাস্তুভিটায়
সাম্যের জয়গান।
বিজয় মানে হাত না পাতা
বন্ধু স্বনির্ভর,
ধনে ধান্যে সুখে ছন্দে
পূর্ণ আপন ঘর।
বিজয় মানে উন্নয়ন,
দেশবিরোধীর ফাঁসি,
বাংলা মায়ের শুভ্র দাঁতে
সবুজ-লালের হাসি।