উল্কাপাঠ
মৃত শরীরের ভাষা মাটিতে মিশে যাওয়ার আগে
পোকামাকড়ের মুখে
যেমন আগুন তার লেলিহান শিখা, সত্তার ভিতর
ছাইয়ের প্রতিটি কণার বিদ্রোহে
মুছে রেখে যায় কিছু দাগ, কিছু আঁচড়,মাটি ও পাথর, কিছু সাংকেতিক
জলে উল্কার ফোটা,ছড়াতে ছড়াতে যেমন গতি, স্মৃতিভ্রম
ঘূর্ণির ভিতর চূর্ণবিচূর্ণ হতে হতে আবর্তনের পথে আহ্নিক, বার্ষিক