Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দগ্ধ জীবন

কুয়াশার চাদরে ঢাকা চাঁদ
ঢেলে দেয় ম্লান আলো আমার বিছানায় ,
কোনো এক  শীতের রাতে দূরপাল্লা ট্রেনে
পাড়ি দেয় জীবনের সব স্বপ্ন।

 

ভাঙা ছাদের চিলেকোঠার এক কোণে
কে যেন ডেকে যায় বিবশ রাতে ;
বরফ আবৃত নির্জন জ্যোৎস্না-স্নাত পথে
কবে যে হেঁটেছি দুজন পাশাপাশি !

 

মনে পড়ে না এখন আর সেসব
সেসব হয়েছে গল্পকথা।
বিব্রত করে না আমায় তোমার ভাবনা ,
করে তোলে না বিভ্রান্ত
তোমার অন্তহীন যন্ত্রণার কান্না।

 

হয়েছি নির্লিপ্ত, এত উদাসীন আমি
সময় রাখে না অবসর তোমার জন্য ;
অন্তরে বিক্ষোভের দহন জ্বালা
উপরে বেঁচে আছে সৌজন্য।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ