রক্তের লহরী
ভাইয়ের রক্তের প্রতি যদি
না থাকে তোর টান,
কি করে তুই দিতে পারিস
দেশের জন্য প্রাণ।
তোর ভাইযে দিয়েছিলো
দেশের জন্য রক্ত,
তাইতো সবাই আজ দেখি
তোর ভাইয়ের জন্য ভক্ত।
যে রক্ত ভাই দিয়েছিলো
তা ছিল যে শুধু লাল,
কেউবা আবার তোর ভাইয়ের জন্য
নৌকায় তুলেছে পাল।
ভাইয়ের সঙ্গে যুদ্ধ ঘোষণা
করেছিলো ছোট বোন,
নারী হয়ে সে বসে না থেকে
দেখিয়েছে তার গুন।
ভাইতো দিয়েছে রক্ত ঢেলে
রাজপথেরই ধারে,
বোনটা তার প্রাণ দিয়েছে
ঐ যে পুকুর পাড়ে।
ছেলেও গেলো মেয়েও গেলো
তাই কাঁদে বাবা মা,
স্বাধীনতার বানী শুনিয়ে তোরা
বাবা মার কোলে যা।