খোকার ইচ্ছে
সবুজ বনে প্রতিক্ষণে
বসে পাখির মেলা,
জামের শাঁখে কোকিল থাকে
করে নানান খেলা।
মুগ্ধ আঁখি না দেয় ফাঁকি
পাখপাখালির নৃত্য,
বন-বাদাড়ে ঝোপের ধারে
নেচে ওঠে চিত্ত!
পাখির মত ইচ্ছে শত
উড়বে ডানামেলে,
খোকন বলে যাবে চলে
মরুগিরি ফেলে।
নীলাকাশে চাঁদের পাশে
করবে নব ঘাঁটি,
দীপ্তিরূপে থাকবে চুপে
খোকার ইচ্ছে খাঁটি।
মা জননী চোখেরমণি
বললো মৃদু হেসে,
স্বপ্ন খাসা গড়বে বাসা
তুমি চাঁদের দেশে!