হেমন্তকালে
হেমন্তকাল এলে দেশে
আমন ধানে হাসতে থাকে,
হিমেল হাওয়ায় মউ মউ ঘ্রাণ
চতুর্দিকে ভাসতে থাকে।
কৃষক যারা ধান কেটে তা
মাথায় করে আনতে থাকে,
কৃষাণবধূ গীত গায় আর
ঢেঁকিতে ধান ভানতে থাকে।
রাত্রি-ভোরে শিশির কণা
ঝিরঝিরিয়ে ঝরতে থাকে,
পাখপাখালি মধুর সুরে
কিচিরমিচির করতে থাকে।
গাছে গাছে শিউলি বকুল
মনখুশিতে ফুটতে থাকে,
আকাশ ছেড়ে দুধসাদা মেঘ
কোথায় যেন ছুটতে থাকে।
পিঠাপুলি পায়েস খেয়ে
আনন্দে লোক নাচতে থাকে,
নবান্ন উৎসবে হৃদয়
নতুন করে বাঁচতে থাকে।