Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরহ-ক্রন্দন

লবণাক্ত জলের ধারায় সাঁতার কাটে আমার বেদনার্ত-মন,
চেয়ে দেখ তুমি নেই তবুও আমি বেঁচে আছি দিব্যি কেমন?

 

উত্তাল সময়ের কালে রৌদ্রের টিপ পড়ে শোকার্ত স্বপ্নকমল,
বেলাশেষে নীড়ে ফেরে আঁখিপাতে ঝরে শুধু অশ্রুসজল।

 

প্রতিথী, তুমি কি শুনছো আমার হৃদয়ের বিরহ-ক্রন্দন?
না বুঝেই দিয়েছিলাম তোমাকে আমার তরতাজা দেহ-মন।

 

যদি পারো ফিরে এসো মনের দরজা রেখেছি আমার খোলা,
সময়ের ভাঁজে শত চেষ্টাতেও তোমাকে কখনো যাবে না ভোলা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ