জীবনের পদ্য
জ্ঞানী-গুণী সৎ লোক আলোর মতন
দেশ জাতি সমাজের অমূল্য রতন।
রতনে যতন ছাড়া আসে নাকো ধন
জীবন সাজাতে হলে থাকা চাই পণ।
পণের মননে যদি থাকে গো স্বপন
কাঁটাগাছে ফুল ফোটে সুখ আজীবন।
জীবনটা খেলা নয় বড়ো করো মন
মনের আলোতে নাশো আঁধারের বন।
বনটা নগর গড়ো আলো করো জন
জন-ভীড়ে হারালেই খ্যাতি প্রতিক্ষণ।
ক্ষণে ক্ষণে বই পড়া জীবন গঠন
চরিত্র পবিত্র করে খোদার স্মরণ।