Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকালে

রোজ সকালে রবির আলো
অনেক বেশি লাগে ভালো
পাখপাখালির কলরবে
নেচে ওঠে মন,
মোরগ ডাকে কক কক কক
বাতাস দোলায় বন।

ফজর নামাজ শেষে মাতা
কুরআন পড়ে দোলায় মাথা
লাঙল-জোয়াল নিয়ে বাবা
ছুটে ফসল মাঠে,
কেনাবেচার ধুম লেগে যায়
গাঁয়ের শেষের হাটে।

ফুলের রূপে ফুলের ঘ্রাণে
ভালোই লাগে ছন্দ-গানে
দাওয়ায় বসে পড়ে শিশু
মুখর থাকে পাড়া,
নিত্যদিনই এমন সকাল
জাগায় দেশে সাড়া।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ