মধ্যরাতের পদ্ম
মধ্যরাতের পদ্মপুকুর ঘুম দেবেনা প্রেম দাও!
আকাশ ছোঁয়ার স্বপ্নচূড়ায় বুকের ভেতর বেল দাও।
কথা দাও, কষ্ট দাও, হস্ত দাও, স্বপ্ন দাও,
মধ্যরাতের পদ্মপুকুর প্রেম দেবেনা ঘুম দাও।
নিয়ন আলোয় একলা একা মোবাইল দেখা,
শূন্য ঘরে অকপটে নীল বেদনার গান লেখা!
দুঃখ দেখা, জল দেখা, পেটের সমতল দেখা,
মধ্যরাতে পদ্ম দেখা! এক খেয়ালে চিরঞ্জীব।