Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছেগুলি

আমি না হলাম আসমান
হতে পারিনি জমিন।
কেবলই ব্যর্থ-
চতুর্ধারে শুধুই অন্ধকার,
নিজেরে কেবল ধিক্কার জানাই শতেক-হাজার বার।

আকাশ যদি হতাম আমি হাজার তারার মেলা,
নানা রঙে সাজিয়ে দিতেম দুখী জনের ভেলা।
মেঘ রাশি সব সাজিয়ে দিতেম ইচ্ছে খুশিগুলো,
স্বাস্থ্য সজীব রাখতে সবার গুড়িয়ে দিতেম ধুলো।

 

ফুল ফসলে সাজাতে মাঠ ইচ্ছে অনেক মনে
স্বপ্নে আমি সদাই উড়ি দূরাকাশের কোণে।
জমিন যদি হতেম আমি ধূলা-মাটি মেখে,

এমন কাহার সাধ্য ছিল না দেখে মোর শেখে?

 

জমিন ভরে থাকতো কেবল সবুজ বসবাস,
অঙ্গ আমার থাকতো ভরে মনুষ্যত্বের চাষ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ