Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্ত প্রেম

শরত পাখায় ভর দিয়ে হেমন্ত মাস আসে,
ভোরে রোদে খিলখিলিয়ে শিশির কণা হাসে।
কাঁচা ধানে দোলন লেগে সোনা রঙ ধরে,
তাই না দেখে গাও কিষাণীর হৃদয়খানি ভরে।

 

বধূর চুলের খোঁপায় কিষাণ গুঁজে দিয়ে ফুল,
হেসে বলে—ধান উঠলেই বানিয়ে দেবো দুল।
সোনাবধুর চোখের পাতায় অঝোর খুশির বান,
স্বপ্ন বোনা খুশির ঝিলিক ছলকে ওঠে গান।

 

হেমন্ত আসে, ঘন কুয়াশা বিছিয়ে দেয় চাদর
পড়শি কারও ঘুম আসেনা পেয়ে মধুর আদর।
মাঠের পরে মাঠ ভরে সোনা পাকা ধানে,
বেঁচে থাকার স্বপ্নটা খুব জেগে ওঠে প্রাণে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ