দাম বেড়েছে
দাম বেড়েছে সকল কিছুর
যায় না কিছু ছোঁয়া
অলস বসে সকল কিছু
হাঁড়ি পাতিল ধোঁয়া ।
পেটের ক্ষুধা রয় না বেকার
যতই মূল্য বাড়ুক
দাম বাড়িয়ে যতই সরকার
কষ্ট করে ঝাড়ুক।
খেতেই যখন হবে সবার
কাজে কিংবা চুরি
উপর আলা বুঝিয়ে দেন
বেশ উঁচিয়ে ভুঁড়ি।
আঁধার আলো সকল পথই
বৈধ বলে দাবি
খাওয়া দাওয়া চলার পথের
তারই হাতে চাবি।
তাই তো আজকে আর ভাবি না
দাম কম নয়তো বেশি
একটু লোভে দেশের মানুষ
কত স্বার্থান্বেষী ।