Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কার্তিকে

কার্তিকে ফসলের মাঠে হাসে ধান,
সবুজ ধানের ক্ষেত জুড়ায় পরান।

কার্তিকে আকাশটা মেঘহীন নীল,
মাছে মাছে ভরা থাকে নদী ও বিল।

কার্তিকে রাতভর ঝরে যে শিশির,
হিমেল বাতাসে মন পায় সুখনীড়।

কার্তিকে ভোরবেলা ঘাসের ডগায়-
শিশিরে সূর্যালোক মুক্তা ঝরায়।

কার্তিকে দেখা যায় পাখিদের মেলা,
ছেলেমেয়ে দলবেঁধে করে নানা খেলা।

কার্তিকে শিউলি ও বকুলের ঘ্রাণ-
সতেজতা দিয়ে ভালো রাখে কত প্রাণ।

কার্তিকে চারপাশে সবুজাভ রূপ-
মুগ্ধ নয়নে দেখে হয়ে যাই চুপ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ