আমিও মানুষ হতে চাই
এক বুক যন্ত্রণা লালন করতে সদা হাস্যজ্বল-
অদৃশ্য অস্পষ্ট কান্না জল বাষ্পীভূত হয় শূন্যে,
লালসালুতে ঢেকে থাকে মস্তিষ্কের রক্তক্ষরণ,
বিসর্জিত সুখ, নির্বাচিত অসুখেও পুরুষত্ব স্থির।
কষ্ট পাহাড়ের সাথে সমঝোতা হয় একাকীত্বে-
চাকচিক্যের অন্তরালে লুকায়িত অন্তর দহন,
পুরুষ যখন মানুষ হয় সমাজ তখন সুবাস ছড়ায়,
নির্ভরতা, সরলতা, নীরবতা, কোমলতার ছোঁয়া পায়।
আমিও পুরুষ, আমিও মানুষ হতে চাই
এসো তবে সবাই মিলে দেশটা সাজাই।