শীত আনে
শীত এসেছে কুয়াশার গায়ে
চাদর মুড়ি দিয়ে
হেমন্ত এসেছে খই মুড়ি
খেজুর রস নিয়ে।
শীতে এসে শিশির কণা
জমবে দূর্বাঘাসে
কৃষক বধূর পিঠা পায়েস
আসবে নাকে ভেসে ।
শীতে আসে টাটকা সবজি
থাকে বাজার ভরে
সূর্য আলো দেয় একটু
কৃপণতা করে।
সূর্য তখন মামার বাড়ি
থাকে লুকিয়ে
শীত এসে ঝেঁকে বসে
ধরণি কাঁপিয়।
শীত আনে বনভোজন আর
মামার বাড়ির সুখ
শীত আসে হাসি মুখে
উজ্জ্বল করে মুখ।