মুক্তির কাঁটা রাজীব চৌধুরী প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১১:১১ এএম নৈঃশব্দ্যের ফুল ফুটতে অনেক সময় লাগে ভেতরটা শূন্য হয়ে যায় এমনকি মরেও যেতে পারো। কিন্তু ফুলেরা চিরকালই বোবা অন্ধ মানুষটি যেদিন তাকে আবিষ্কার করে সেদিনই তার মুক্তি। Share