ঐকতান
এসো আলিঙ্গন করি, জলের ওপর রোদের প্রলেপের মতো
হাতে রাখি হাত
কেটে গেছে দুঃসহ ভয়ানক সেই রাত
পাতালে গভীর ক্রন্দন।
ঘর পুড়ে গেছে যাদের, পাশে দাঁড়াতে হবে
খিদে পেটে বেঁচে আছে যারা, পাশে দাঁড়াতে হবে
ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে টিকে আছে যারা, পাশে দাঁড়াতে হবে।
এই মাটি ছেড়ে চলে গেছে যারা, ফিরিয়ে আনা তো যাবে না আর
পরিবারের পাশে দাঁড়িয়ে যদি
কিছুটা আশা জোগানো যায়, বেঁচে থাকবার
স্বপ্ন দেখবার দিন ফুরিয়ে যায়নি এখনো।
লড়াই করে যারা, বারবার জিতে নিয়েছে মাটি
এ মাটিতে আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
আস্তিক নাস্তিক সবারই অধিকার।
এসো আলিঙ্গন করি
হাতে রাখি হাত
বিষ বৃক্ষের বীজ সমূলে বিনষ্ট করে
পুতি ভালবাসার চারা।
বহু কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতা
ভাঙা তো সহজ, চূর্ণবিচূর্ণ করাতো সহজ
বড় কঠিন, মানবতা দিয়ে মায়ের আঁচলের মতো পৃথিবী গড়া।