Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনকানা

লালন মরল ভেবে ভেবে
জাত পাতেরই দুর্গতি দেখে
জাত দিয়ে তো যায় না চেনা
চিনতে হয়রে মনের চোখে। 

 

বিবেকটাকে বিকিয়ে দিয়ে 
হালাল হারাম খুঁজলে পরে
সত্যিকারের বিচার সেতো
হবে নাতো এই ভব পাড়ে। 

 

সকল সৃষ্টি যার সৃষ্টি 
তার নামেই হয় অনাসৃষ্টি 
চোখ থেকেও কানারা সব
হারিয়েছে মনের দৃষ্টি। 

 

লালন দেখে দুচোখ মেলে 
সব কানার হাট বাজার
জমেছে এই ভবের মেলা
হায়রে যতসব মন কানার!

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ