Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিষাদ ভোর

আকাশে বাতাসে যেন সুর বেদনার
এক বিষাদ ভোর চরম নির্মমতার,
একাত্তরের পরাজিত দোসরদের
নিষ্ঠুর বলি  শেখ রাসেল আমাদের।

কাঁদে বত্রিশ নম্বর কাঁদে লেকের জল
রক্তের স্রোত আহা বহে অনর্গল,
অবুঝ শিশু বুঝতনা কিছু রাজনীতি
তবু বুলেটের কাছে হল জীবনের ইতি,
স্নিগ্ধ ভোর আযানের মধুর সুর 
অট্টহাসি হেসেছিল ঘাতক অসুর ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ