Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ও মানুষ 

মাচা থেকে কিছুটা নুয়ে থাকা লাউয়ের ডগা-
অদৃশ্য ব্যামোয় দৃশ্যমান শরীরে যন্ত্রণা স্পষ্ট,
জমানো শিশির চুইয়ে যায় নেতিয়ে যাওয়া ঠোঁটে, 
রৌদ্রের ঝাঁজ নিয়ে আসে অবসাদের দুপুর।

অতিক্রান্ত সময় বুঝিয়ে দেয় বাস্তবতার দিক দর্শন 
দায়িত্বশীলের অহমিকায় উবে যায় মমতার লেশ। 
বুদ্ধিজীবীরা ভুলে যায় নারী ও মানুষের তাত্ত্বিক চিত্র  
কর্তারা সেকেলে পুরুষের দাম্ভিকতার স্পর্শে তুষ্ট!

কৃতকর্ম কাঠগড়ায় দাঁড় করে বিবেক যখন বিচারক হয়
বুঝবে তখন দুই আর দুই কখনোই চার এর অধিক নয়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ