Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গা

তোমার দুর্গা গিরিরাজ কন্যা,
করেছে অসুর নিধন দেবী দুর্গা।
আমার দুর্গা সব হারিয়ে ফেলে,
নিঃস্ব করেছে ওই বন্যা।

তোমার দুর্গা প্রতি প্যান্ডেলে প্যান্ডেলে,
সেজে উঠেছে দেবী দুর্গা।
আমার দুর্গা খাদ্যের অনাহারে
ফুটপাতে বসেছে দেখো মাগো।

 

পাশের বাড়ির ওই মেয়েটা,
বায়না ধরেছে দেখো।
দোরে দোরে কত ছুটেছে
অসুস্থ মাকে সুস্থ করবো।
সভ্যতার ওই মুখোশধারী
করেছে মাগো আজ ধর্ষিতা।

 

আমার দুর্গা আজ নিঃস্ব অবলা
বিচার কখনো পায় না।
তোমার দুর্গা ভোরের সূর্যোদয়ে,
জেগে ওঠা মধুচন্দা।
আমার দুর্গা অক্ষর জ্ঞানহীন
কখনো কি শিক্ষার জ্ঞানে জ্ঞানী হবে না?

আমার দুর্গা ছন্নছাড়া
সভ্য হাতগুলো কেন সংকুচিতা?
আমার দুর্গা কত ঘরছাড়া যাত্রী,
জুটেছে ওই বৃদ্ধাশ্রমে কত বৃদ্ধা।

জানো আমার দুর্গা ও প্রতিবাদী
রণক্ষেত্রে কখনো ঝাঁসিরানী, মাতঙ্গিনী হাজরা।
আমার দুর্গা মমতাময়ী
বিশ্বের দরবারে মাদার টেরিজা, মা সারদা।

আমার দুর্গা স্বাধীনতা সংগ্রামী
হয়ে উঠেছে দুকড়ি বালা কখনো ননীবালা।
আমার দুর্গা হাজার অশ্রুঝরা সাগর
মাঠে ঘাটে করছে ভিক্ষা।

তোমার দুর্গা কত সুখী,
আমার দুর্গা হাজার হাজার কান্না।

কোথায় আমার মানবদরদী,
আজ জেগে ওঠার পালা।
অশ্রু মোছাও অশ্রু মোছাও
আমার তোমার হাজার হাজার দুর্গার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ