শত নামে তোমায় ডাকি
এলো যে মা দশভূজা
ধরাধামে পেতে পূজা,
এলো গো মা এলো সতী
স্থবির ভুবন পেলো গতি।
শত নামে তোমায় ডাকি
আসবে কবে অধীর থাকি!
মা দূর্গা চন্দ্রঘন্টা
রাঙিয়ে দিলো শরৎ ক্ষণটা,
খুশির দোলায় দোলে মনটা।
মা যে আমার ভবপ্রীতা
চিত্রা চিতি নিত্যা চিতা,
ত্রিনেত্রা মা শূলধারিনী,
রত্না প্রিয়া বিপদ তাড়িনী।
মা গো আমার ভগবতি
অসৎ মন্দর টানো যতি,
ধ্বংস করো নব্য অসুর
যাও ছড়িয়ে সম্প্রীতির সুর।