Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত পৃথিবীর স্বপ্ন

বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে রাতের স্বপ্ন
আকাশ জুড়ে খরা যেমন ফাটা মাটি
আঁকাবাঁকা শিরায় রক্ত, যেন ছিঁড়ে পড়বে এবার
দলানো শিকড়ের মতো শুকিয়ে মরবে। 

 

পাথর চাপা দিয়ে, থেঁতলে গুঁড়িয়ে মারবে
অকালের আর্তনাদে আকাল বোধন
মন্ত্রীর গাড়ির চাকার তলায় গোটা একটা দেশ। 

 

মানে মাটি, মানে আমার পেট ছেঁড়া খিদে
মানচিত্রের অভুক্তভাষা, রোলারে পিষে মারবে বলে
যে চাষা, আশা দিয়ে ফলায় নবান্নের অক্ষর। 

 

নেমে আসছে, নেমে আসছে গণতন্ত্রের শবকাহন
জনতন্ত্রের উলগুলান। 
কঙ্কালের হাড়গুলো যেমন জলে ধরে থাকে শালুক
শামুকের খোলসের ভিতর জুড়ে থাকে মৃত পৃথিবী। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ