পথশিশুর কথা
পথের ধারে একটি শিশু কাঁদছে ক্ষুধার জ্বালায়
কেউ তুলে দেয়নি ভাত থাকে ভীষণ ভুখায়,
পায়না ওরা ভালো খাবার ছুটে ডাস্টবিনে
ভালো একটা জামা কাপড় দেয়না কেউ কিনে।
এমনি করে যায় ওদের বছরের পর বছর
না খেয়ে থাকলে ওদের নেয়নি কেউ খবর
পায়নি কারও ভালবাসা পায়নি আদর, সোহাগ
একটু কদর পেলে ওরা ভুলতে পারে বেবাক
আমরা যারা সচ্ছল আছি নিতে পারি খোঁজ
শুধু লাগে ভালবাসা হয়নি দিতে ভোজ।