শরতে কিশোর বেলা
শরৎ এলে ভোরের হওয়ায়
গাঁথি বসে-শিউলি মালা,
ঝিলের জলে শাপলা তুলি
ভাসিয়ে নিয়ে কলার ভেলা।
কবির চোখে যখন দেখি
কাশ বনের ঐ দো'দুল দোলা,
নদীর চরে ধবল বনে
মন যে হারায় কিশোর বেলা।
নীল আকাশে উড়ে ডানা মেলে
মেঘ বালিকা খেলছে খেলা,
ইচ্ছে করে ওদের মত ঘুরে বেড়ায়,
সকাল থেকে সন্ধ্যাবেলা।
আসো যদি আমার বাড়ি দেখবে,
কত ঝিঙে ফুলের মেলা
বন্ধু, তোমার গলায় পরিয়ে দেবো
আমার গাঁথা শিউলি মালা।