জোনাই জ্বলে রফিকুল নাজিম প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১২:০৬ পিএম আঁধার রাতে গাঁয়ের পথে জোনাই জ্বলে হাওয়ার রথে তারার মতো ঝিকিমিকি জোনাই জ্বলে ধিকিধিকি। হলুদ আলোর ফুলের মতো জোনাই জ্বলে শতো শতো, উড়াল ডানায় যায় সে ছুটে রাতের আঁধার নেয় যে টুটে। Share