রক্তক্ষরণ
জোর করে কোন কিছু পাওয়া গেলেও
তাতে হয় রক্তক্ষরণ,
আজকাল কে কার রক্তক্ষরণের খবর রাখে
সবাই ব্যস্ত আমিত্বে ও বিলাসিতায়।
মৃত্তিকা থেকে মনুষ্য জাতির সৃষ্টি হলেও
স্বভাবটা তার একেবারে উল্টো,
ভালবেসে সে কখনো মৃত্তিকা ঘ্রাণ শুঁকেনি
কিংবা তার নীল কষ্টগুলো বুঝতেও চায়নি।
প্রয়োজন ফুরিয়ে গেলে সব পরিত্যক্ত টিস্যু
কে বন্ধ করবে মৃত্তিকা দেহের রক্তক্ষরণ?