Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিকার

গাছের উপর নাচে ভোঁদড়
তলায় শেয়াল নাচায় উদর
পাখি মারে শিস
পেঁপের গায়ে দোয়েল নাচে
শালিক বলে গিয়ে কাছে
আমায় একটু দিস

বাজের পায়ে বিশাল মৎস্য
শকুন বলে শোন রে বৎস
রাখিস আমার ভাগ
বাঘের থাবায় হরিণ শাবক
নেকড়ে চাইলে বলে খা বক
নইলে বাগা ছাগ

শিকার খেয়ে বনের সিংহ
চিলকে বলে আগে কিং হ
জলে খাড়া বক
কুমীর ছুটে খাদ্যের খুঁজে
ব্যাঙের জিভে ফড়িং যুঝে
হাঙ্গর আঁকে ছক।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ