Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক

বিষণ্ণ মন নিয়ে, আজও খুঁজে বেড়ায়
বাংলার প্রতিটি মাটি-কণা তোমায়
তোমার পদ-চিহ্ন আছে
আজও চুরুলিয়ার মাটির-বুকে আঁকা
মর্ত্য আজও খুঁজিয়া ফিরে
তোমার না বলা, মুখের ভাষা।

ইতিহাসের পাতা শুন্যতায় ঘেরা
নতুন আশার বাণী, না শোনা
অতৃপ্ততায় ভরা, যুগান্তরের কথা
আজও বাংলার মাটি।

 

হতাশায় ভুগে পথিকের আর্তনাদ
তোমার গানের সুরে চলে
পথভুলে নতুনের আশায়

তুমি যদি না আসিতে
এই ভুবন ও মাঝে
বুঝিতে পারিতাম না, এই ধরায়
দ্রোহ কাকে বলে?
তুমি যদি না করিতে, গজল, শ্যামা রচনা
বুঝিতে পারিতাম না, এই ভুবনে
অসাম্প্রদায়িকতা কাকে বলে?

শতবছর পরও শুনিতে পাই
তোমার গানের সুর
চলে, বাংলার ঘরে-ঘরে।

কবির কলমে তোমার বর্ণনা
শিল্পীর কণ্ঠে,  তোমার সুরের মূর্ছনা
বাংলার আকাশে-বাতাসে
ঘরে-বাহিরে
শুধুই শুনিতে পাই, তোমার জয়গান।

তুমিইতো বিশ্ব-বাংলার নজরুল
তোমাকে হারিয়ে সাহিত্য ভুবন হয়েছে
কান্ডারীহারা

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ